আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৮৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
যমীন ও অন্যান্য বস্তু আত্মসাতের ভয়াবহ পরিণতি
২৮৮৫. হযরত হাকাম ইবনে হারিস সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মুসলমানের চলাচলের রাস্তার এক বিঘতও (অন্যায়ভাবে) আত্মসাৎ করবে, সে কিয়ামতের দিন সাত তবক যমীন বহন করে আনতে বাধ্য হবে।
(তাবারানী মু'জামুল কাবীর ও মু'জামুস সাগীর গ্রন্থে মুহাম্মদ ইবনে উকবা সাদুসীর সূত্রে বর্ণনা করেছেন।)
(তাবারানী মু'জামুল কাবীর ও মু'জামুস সাগীর গ্রন্থে মুহাম্মদ ইবনে উকবা সাদুসীর সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من غصب الأَرْض وَغَيرهَا
2885- وَعَن الحكم بن الْحَارِث السّلمِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَخذ من طَرِيق الْمُسلمين شبْرًا جَاءَ بِهِ يَوْم الْقِيَامَة يحملهُ من سبع أَرضين
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالصَّغِير من رِوَايَة مُحَمَّد بن عقبَة السدُوسِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالصَّغِير من رِوَايَة مُحَمَّد بن عقبَة السدُوسِي