আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৮৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
যমীন ও অন্যান্য বস্তু আত্মসাতের ভয়াবহ পরিণতি
২৮৮৪. হযরত আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো যমীন আত্মসাৎ করবে, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, তিনি হবেন তার প্রতি চরম অসন্তুষ্ট।
(তাবারানী (র) ইয়াহইয়া ইবনে আবদুল হামীদ আন-হিমানী সূত্রে বর্ণনা করেছেন।)
(তাবারানী (র) ইয়াহইয়া ইবনে আবদুল হামীদ আন-হিমানী সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من غصب الأَرْض وَغَيرهَا
2884- وَعَن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من غصب رجلا أَرضًا ظلما لَقِي الله وَهُوَ عَلَيْهِ غَضْبَان
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة يحيى بن عبد الحميد الْحمانِي
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة يحيى بن عبد الحميد الْحمانِي