আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৮৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
যমীন ও অন্যান্য বস্তু আত্মসাতের ভয়াবহ পরিণতি
২৮৮৩. হযরত আবূ মালিক আশ'আরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর কাছে জঘন্যতম আত্মসাৎ হচ্ছে এক হাত যমীন আত্মসাৎ করা। তোমরা যমীনের কিংবা বাড়ীর ব্যাপারে এমন দুইজন প্রতিবেশী পাবে, যাদের একজন অপরজনের অংশ আত্মসাৎ করেছে। আত্মসাৎ করার অপরাধে সাত স্তর যমীন তার গলায় লটকিয়ে দেওয়া হবে।
(আহমাদ (র)-এর হাসান সনদে এবং তাবারানীর মু'জামুল কাবীর গ্রন্থে বর্ণিত আছে।)
كتاب البيوع
التَّرْهِيب من غصب الأَرْض وَغَيرهَا
2883- وَعَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أعظم الْغلُول عِنْد الله عز وَجل ذِرَاع من الأَرْض تَجِدُونَ الرجلَيْن جارين فِي الأَرْض أَو فِي الدَّار فيقتطع أَحدهمَا من حَظّ صَاحبه ذِرَاعا إِذا اقتطعه طوقه من سبع أَرضين

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান