আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৮৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
যমীন ও অন্যান্য বস্তু আত্মসাতের ভয়াবহ পরিণতি
২৮৮৬. হযরত আবু হুমায়দ সাঈদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, সন্তুষ্টি ব্যতীত কোন মুসলিম ব্যক্তির জন্য একটি লাঠি (ছড়ি) গ্রহণ করাও বৈধ নয়। তিনি আরো বলেন, আল্লাহ্ তা'আলা একজন মুসলিমের উপর অপর মুসলিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে কঠোরভাবে হারাম করেছেন।
(ইবনে হিব্বান (র) তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন।)
(ইবনে হিব্বান (র) তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من غصب الأَرْض وَغَيرهَا
2886- وَعَن أبي حميد السَّاعِدِيّ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يحل لمُسلم أَن يَأْخُذ عَصا بِغَيْر طيب نفس مِنْهُ
قَالَ ذَلِك لشدَّة مَا حرم الله من مَال الْمُسلم على الْمُسلم
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
قَالَ ذَلِك لشدَّة مَا حرم الله من مَال الْمُسلم على الْمُسلم
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه