আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৬০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৬০. হযরত কা'ব আল-আহবার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সুদের একটি দিরহাম গ্রহণ করার চেয়ে তেত্রিশবার ব্যভিচারে লিপ্ত হওয়া আমার কাছে অধিক সহজতর অপরাধ। কেননা, আমি যখন তা ভক্ষণ করি, তখন আল্লাহ্ ভাল করেই জানেন আমি সুদ খাই।
(আহমাদ বর্ণিত।)
(আহমাদ বর্ণিত।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2860- وروى أَحْمد بِإِسْنَاد جيد عَن كَعْب الْأَحْبَار قَالَ لِأَن أزني ثَلَاثًا وَثَلَاثِينَ زنية أحب إِلَيّ من أَن آكل دِرْهَم رَبًّا يعلم الله أَنِّي أَكلته حِين أَكلته رَبًّا