আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৫৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৫৯. আবদুল্লাহ ইবনে সালাম (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইসলামী শরী'আতে তেত্রিশবার ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়ে, সুদের একটি দিরহাম গ্রহণ করা আল্লাহর কাছে অধিক জঘন্য অপরাধ।
(তাবারানী (র) মু'জামুল কাবীর গ্রন্থে আতা খুরাসানীর সূত্রে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণনা করেছেন। তবে তিনি তাঁর থেকে শুনেন নি। ইবনে আবুদ দুনিয়া ও বাগাবী (র) এবং অপরাপর বর্ণনাকারীগণ আবদুল্লাহ্ (রা) থেকে মাওকুফ সনদে বর্ণনা করেছেন। তাঁর সনদ সূত্র সহীহ এবং এক সনদে মাওকুফ।
আবদুল্লাহ্ (রা) বলেন, সুদে রয়েছে বাহাত্তরটি গুনাহ। তন্মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রটি হল ইসলামী শরী'আতে নিজ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার অনুরূপ গুনাহ। সুদের একটি দিরহাম গ্রহণ করা ত্রিশাধিকবার ব্যভিচারে লিপ্ত হওয়া অপেক্ষাও জঘন্য। তিনি বলেন, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন সৎ ও অসৎ সকলকে দাঁড়ানোর অনুমতি দিবেন, তবে সুদখোরকে নয়। কেননা, শয়তান যাকে স্পর্শ দ্বারা পাগল করে, সে তারই মত দাঁড়াবে।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2859- وَعَن عبد الله بن سَلام رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الدِّرْهَم يُصِيبهُ الرجل من الرِّبَا أعظم عِنْد الله من ثَلَاثَة وَثَلَاثِينَ زنية يزنيها فِي الْإِسْلَام

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طَرِيق عَطاء الْخُرَاسَانِي عَن عبد الله وَلم يسمع مِنْهُ
وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَغوِيّ وَغَيرهمَا مَوْقُوفا على عبد الله وَهُوَ الصَّحِيح وَلَفظ الْمَوْقُوف فِي أحد طرقه
قَالَ عبد الله الرِّبَا اثْنَان وَسَبْعُونَ حوبا أصغرها حوبا كمن أَتَى أمه فِي الْإِسْلَام وَدِرْهَم من الرِّبَا أَشد من بضع وَثَلَاثِينَ زنية
قَالَ وَيَأْذَن الله بِالْقيامِ للبر والفاجر يَوْم الْقِيَامَة إِلَّا آكل الرِّبَا فَإِنَّهُ لَا يقوم إِلَّا كَمَا يقوم الَّذِي يتخبطه الشَّيْطَان من الْمس
tahqiqতাহকীক:তাহকীক চলমান