আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৫৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৫৪. হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জেনেশুনে সুদখোর, সুদদাতা, তার দু'জন সাক্ষী, তার দু'জন লেখক, সৌন্দর্যের জন্য উল্কী অংকনকারিনী এবং যে অংকন করায়, যাকাত দানে বিলম্বকারী, হিজরতের পর কাফিরদের ভূখণ্ডে প্রত্যাবর্তনকারী প্রমুখ ব্যক্তি মুহাম্মদ-এর যবাণীতে অভিশপ্ত।
(আহমাদ, আবু ই'আলা, ইবনে খুযায়মা ও ইবনে হিববান তাঁদের সহীহ্ গ্রন্থে বর্ণনা করেছেন। তবে তিনি হাদীসের শেষে "কিয়ামতের দিনে" অতিরিক্ত বলেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2854- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ آكل الرِّبَا وموكله وشاهداه وكاتباه إِذا علمُوا بِهِ والواشمة والمستوشمة لِلْحسنِ ولاوي الصَّدَقَة وَالْمُرْتَدّ أَعْرَابِيًا بعد الْهِجْرَة ملعونون على لِسَان مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
وَزَاد فِي آخِره يَوْم الْقِيَامَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান