আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৫৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৫৫. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলা চার শ্রেণীর লোকের জান্নাতে প্রবেশ ও তাঁর জান্নাতের নি'আমত ভোগের অধিকার রহিত করে দেবেন। মাদকাসক্ত ব্যক্তি, সুদখোর, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী এবং পিতা-মাতার সাথে অসদাচরণকারী।
(হাকিম (র) ইব্রাহীম ইবনে খুসায়ম ইবনে ইরাক (র) সূত্রে বর্ণনা করেছেন। তিনি তাঁর পিতার সূত্রে এবং তাঁর পিতা তাঁর পিতা ইরাক সূত্রে বর্ণনা করেছেন- আবু হুরায়রা (রা) থেকে। তিনি বলেছেন: সনদটি সহীহ্)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2855- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع حق على الله أَن لَا يدخلهم الْجنَّة وَلَا يذيقهم نعيمها مدمن الْخمر وآكل الرِّبَا وآكل مَال الْيَتِيم بِغَيْر حق والعاق لوَالِديهِ

رَوَاهُ الْحَاكِم عَن إِبْرَاهِيم بن خثيم بن عرَاك وَهُوَ واه عَن أَبِيه عَن جده عَن أَبِيه وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান