আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৫৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৫৩. আউন ইবনে আবূ জুহায়ফা (র)-এর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উল্কী অংকনকারিণী এবং যে অংকন করায়, সুদখোর ও সুদদাতার প্রতি লা'নত করেছেন। তিনি কুকুরের বিক্রয় মূল্য ও বেশ্যার উপার্জন নিষেধ করেছেন এবং ছবি অংকনকারীদের প্রতি লা'নত করেছেন।
(বুখারী ও আবু দাউদ বর্ণিত। (হাফিয আবদুল আযীম মুনযিরী (র) বলেন), আবু জুহায়ফার নাম ওয়াহাব ইবনে আবদুল্লাহ্ আসসুয়াই।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2853- وَعَن عون بن أبي جُحَيْفَة عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الواشمة والمستوشمة وآكل الرِّبَا وموكله وَنهى عَن ثمن الْكَلْب وَكسب الْبَغي وَلعن المصورين

رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد

قَالَ الْحَافِظ وَاسم أبي جُحَيْفَة وهب بن عبد الله السوَائِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান