আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৫২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৫২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, কবীরা গুনাহ সাতটি। এর প্রথমটি আল্লাহর সাথে শরীক করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতীমের সম্পদ খাওয়া, যুদ্ধের দিন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, সতী-সাধ্বী নারীদের প্রতি অপবাদ দেওয়া, হিজরতের পর কাফিরদের ভূখণ্ডে প্রত্যাবর্তন করা।
(ইমাম বাযযার (র) আমর ইবন আবু শায়বা (র) সূত্রে বর্ণনা করেছেন। তবে মুতাবা'আত সূত্রে হাদীসটি ত্রুটিমুক্ত)
(ইমাম বাযযার (র) আমর ইবন আবু শায়বা (র) সূত্রে বর্ণনা করেছেন। তবে মুতাবা'আত সূত্রে হাদীসটি ত্রুটিমুক্ত)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2852- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْكَبَائِر سبع أولهنَّ الْإِشْرَاك بِاللَّه وَقتل النَّفس بِغَيْر حَقّهَا وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم وفرار يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات والانتقال إِلَى الْأَعْرَاب بعد هجرته
رَوَاهُ الْبَزَّار من رِوَايَة عَمْرو بن أبي شيبَة وَلَا بَأْس بِهِ فِي المتابعات
رَوَاهُ الْبَزَّار من رِوَايَة عَمْرو بن أبي شيبَة وَلَا بَأْس بِهِ فِي المتابعات