আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৪৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শপথের পরিণাম হল তা ভঙ্গ করে দেয়া অথবা অনুতপ্ত হওয়া।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2846- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّمَا الْحلف حنث أَو نَدم

رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান