আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৪৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪৫. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার এই কবরের পাশে মিথ্যা শপথ করবে, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নেয়, যদি শপথটি একটি সবুজ ডালের মিসওয়াকের জন্যও হয়।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন, তবে তিনি মিসওয়াকের কথাটি উল্লেখ করেননি।
{হাফিয বলেনঃ} রাসুলুল্লাহ (ﷺ) এর যুগে (মসজিদে নববীর) মিম্বরের নিকট শপথ গ্রহণ করা হতো। কথাটি আবু উবায়দ এবং খাত্তাবী উল্লেখ করেছেন। এর সমর্থনে হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত উপরের হাদীসটি পেশ করা যায়। বাকী আল্লাহই ভাল জানেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2845- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حلف على يَمِين آثمة عِنْد قَبْرِي هَذَا فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار وَلَو على سواك أَخْضَر

رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه لم يذكر السِّوَاك

قَالَ الْحَافِظ كَانَت الْيَمين على عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عِنْد الْمِنْبَر ذكر ذَلِك أَبُو عبيد والخطابي وَاسْتشْهدَ بِحَدِيث أبي هُرَيْرَة الْمُتَقَدّم وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান