আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৪৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এই মিম্বরটির নিকট আল্লাহর কোন বান্দা অথবা বাঁদী মিথ্যা কসম করলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, যদি তা একটি সামান্য মিসওয়াকের বেলায়ও হয়।
(হাদীসটি ইবন মাজাহ একটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন মাজাহ একটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2844- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يحلف عِنْد هَذَا الْمِنْبَر عبد وَلَا أمة على يَمِين آثمة وَلَو على سواك رطب إِلَّا وَجَبت لَهُ النَّار
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح