আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৪৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪৭. হযরত জুবায়র ইবন মুতইম (রা) থেকে বর্ণিত যে, তিনি একবার দশ হাজার (দীনার অথবা দিরহামের দাবি ছেড়ে) দিয়ে নিজেকে শপথ করা থেকে বাঁচিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি বলেছিলেনঃ কা'বার মালিকের শপথ। আমি যদি শপথ করতাম, তবে সত্য শপথই করতাম কিন্তু এ কাজটি আমি নিজেকে শপ করা থেকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে করেছি।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' একটি উত্তম সনদে বর্ণনা করেছেন। তাবারানীতে আশআস ইবন কায়স (রা) থেকেও বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেনঃ একবার আমি সত্তর হাজারের দাবি ছেড়ে দিয়ে নিজেকে কসম করা থেকে বাঁচিয়ে রেখেছিলাম।)
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' একটি উত্তম সনদে বর্ণনা করেছেন। তাবারানীতে আশআস ইবন কায়স (রা) থেকেও বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেনঃ একবার আমি সত্তর হাজারের দাবি ছেড়ে দিয়ে নিজেকে কসম করা থেকে বাঁচিয়ে রেখেছিলাম।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2847- وَعَن جُبَير بن مطعم رَضِي الله عَنهُ أَنه افتدى يَمِينه بِعشْرَة آلَاف ثمَّ قَالَ وَرب الْكَعْبَة لَو حَلَفت حَلَفت صَادِقا وَإِنَّمَا هُوَ شَيْء افتديت بِهِ يَمِيني
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد
وروى فِيهِ أَيْضا عَن الْأَشْعَث بن قيس رَضِي الله قَالَ اشْتريت يَمِيني مرّة بسبعين ألفا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد
وروى فِيهِ أَيْضا عَن الْأَشْعَث بن قيس رَضِي الله قَالَ اشْتريت يَمِيني مرّة بسبعين ألفا