আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৩৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৫. হযরত হারিস ইবনুল বারসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে হজ্জের সময় পাথর নিক্ষেপের স্তম্ভদ্বয়ের মাঝে বলতে শুনেছি। যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে তার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করল, সে যেন জাহান্নামে আপন স্থান তৈরি করে নেয়। তোমাদের উপস্থিতগণ যেন অনুপস্থিতদের নিকট পৌছিয়ে দেয়। একথাটি তিনি দু' অথবা তিনবার বললেন।
(হাদীসটি আহমদ ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম এটি সহীহ বলে মন্তব্যও করেছেন। বর্ণিত শব্দমালাও হাকিমের এবং এ বর্ণনাটি পরিপূর্ণ। তাবারানী এ হাদীসটি তাঁর 'কবীরে' এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এ ভাবে বর্ণনা করেছেনঃ "সে যেন জাহান্নামে একটি ঘর বানিয়ে নেয়।")
(হাদীসটি আহমদ ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম এটি সহীহ বলে মন্তব্যও করেছেন। বর্ণিত শব্দমালাও হাকিমের এবং এ বর্ণনাটি পরিপূর্ণ। তাবারানী এ হাদীসটি তাঁর 'কবীরে' এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এ ভাবে বর্ণনা করেছেনঃ "সে যেন জাহান্নামে একটি ঘর বানিয়ে নেয়।")
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2835- وَعَن الْحَارِث بن البرصاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي الْحَج بَين الْجَمْرَتَيْن وَهُوَ يَقُول من اقتطع مَال أَخِيه بِيَمِين فاجرة فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار ليبلغ شاهدكم غائبكم مرَّتَيْنِ أَو ثَلَاثًا
رَوَاهُ أَحْمد وَالْحَاكِم وَصَححهُ وَاللَّفْظ لَهُ وَهُوَ أتم
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنَّهُمَا قَالَا فَليَتَبَوَّأ بَيْتا فِي النَّار
رَوَاهُ أَحْمد وَالْحَاكِم وَصَححهُ وَاللَّفْظ لَهُ وَهُوَ أتم
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنَّهُمَا قَالَا فَليَتَبَوَّأ بَيْتا فِي النَّار