আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৩৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৬. হযরত আবদুর রহমান ইবন আউফ (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ মিথ্যা শপথ সম্পদ বিনাশ করে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। আবু সালামা যদি তাঁর পিতা আবদুর রহমান থেকে হাদীসটি শুনে থাকেন, তবে এটি বিশুদ্ধ হাদীস হিসেবেই গণ্য হবে।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। আবু সালামা যদি তাঁর পিতা আবদুর রহমান থেকে হাদীসটি শুনে থাকেন, তবে এটি বিশুদ্ধ হাদীস হিসেবেই গণ্য হবে।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2836- وَعَن عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْيَمين الْفَاجِرَة تذْهب المَال أَو تذْهب بِالْمَالِ
رَوَاهُ الْبَزَّار وَإِسْنَاده صَحِيح لَو صَحَّ سَماع أبي سَلمَة من أَبِيه عبد الرَّحْمَن بن عَوْف
رَوَاهُ الْبَزَّار وَإِسْنَاده صَحِيح لَو صَحَّ سَماع أبي سَلمَة من أَبِيه عبد الرَّحْمَن بن عَوْف