আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৩৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৪. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে সব গুনাহর কোন কাফফারা বা প্রতিবিধানের ব্যবস্থা নেই, আমরা গামুস কসমকে এমন একটি গুনাহ বলে মনে করতাম। তাঁকে জিজ্ঞেসা করা হল, গামুস কসম কি? তিনি বললেনঃ যে কসম দ্বারা মানুষ কোন ব্যক্তির সম্পদ আত্মসাৎ করে নেয়।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2834- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ كُنَّا نعد من الذَّنب الَّذِي لَيْسَ لَهُ كَفَّارَة الْيَمين الْغمُوس
قيل وَمَا الْيَمين الْغمُوس قَالَ الرجل يقتطع بِيَمِينِهِ مَال الرجل
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
قيل وَمَا الْيَمين الْغمُوس قَالَ الرجل يقتطع بِيَمِينِهِ مَال الرجل
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا