আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮২৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮২৯. হযরত ওয়ায়ল ইবন হুজর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ হাদ্রামাউত থেকে এক ব্যক্তি ও কিন্দা থেকে এক ব্যক্তি নবী করীম (ﷺ) -এর নিকট আসল। হাদ্রামাউত-এর অধিবাসী লোকটি বলল, ইয়া রাসুলাল্লাহ। এ লোকটি আমার পিতার একটি জমির উপর জবর দখল স্থাপন করে নিয়েছে। কিন্দার অধিবাসী লোকটি বলল, এটি আমার দখলভুক্ত ভূমি, আমিই এটি চাষাবাদ করছি। এতে তার কোন অধিকার নেই। নবী করীম (ﷺ) হাদ্রামাউতের অধিবাসী লোকটিকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোন দলীল-প্রমাণ রয়েছে হে? সে বলল, জ্বী না। রাসুলুল্লাহ্ (ﷺ) তাকে বললেন, তাহলে সে কসম খাবে। সে তখন বলল, ইয়া রাসূলাল্লাহ! লোকটি পাপাচারী। তাই সে কসম করতে কোনরূপ দ্বিধা করবে না। আর সে কোন বিষয়ে তাকওয়া-পরহেযগারীর ধার ধারে না। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার জন্য তার কসমের কোন বিকল্প নেই। কিন্দাবাসী লোকটি তখন কসম খেতে রওয়ানা হল। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, লোকটি যদি অন্যায়ভাবে সম্পদ গ্রাস করার মতলবে কসম খায়, তাহলে সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাত করবে যে, তিনি তার থেকে মুখ ফিরিয়ে রাখবেন।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2829- وَعَن وَائِل بن حجر رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل من حَضرمَوْت وَرجل من كِنْدَة إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ الْحَضْرَمِيّ يَا رَسُول الله إِن هَذَا قد غلبني على أَرض كَانَت لابي فَقَالَ الْكِنْدِيّ هِيَ أرضي فِي يَدي أزرعها لَيْسَ لَهُ فِيهَا حق فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم للحضرمي أَلَك بَيِّنَة قَالَ لَا قَالَ فلك يَمِينه
قَالَ يَا رَسُول الله إِن الرجل فَاجر لَا يُبَالِي على مَا حلف عَلَيْهِ وَلَيْسَ يتورع عَن شَيْء فَقَالَ لَيْسَ لَك مِنْهُ إِلَّا يَمِينه فَانْطَلق ليحلف فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لما أدبر لَئِن حلف على مَال ليأكله ظلما ليلقين الله وَهُوَ عَنهُ معرض

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান