আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮২৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮২৮. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করার উদ্দেশ্যে মিথ্যা শপথ করবে, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাত করবে যে, তিনি তার প্রতি ক্রোধান্বিত থাকবেন। আবদুল্লাহ (ইবন মাসউদ) বলেনঃ অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) মহান আল্লাহর কিতাব থেকে এর সত্যতা জ্ঞাপনকারী আয়াতটি পাঠ করলেনঃ "যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রি করে দেয়, আখিরাতে তাদের কোন অংশ নেই। (সূরা আলু ইমরান-আয়াত নং- ৭৭)
অনুরূপ অপর এক বর্ণনায় কথাটি অতিরিক্ত রয়েছে। আশ’আস ইসন কায়স এসে বললেন, আবু আবদুর রহমান তোমাদের নিকট কি হাদীস বর্ণনা করেন? আমরা বললাম, এমন এমন কথা। তিনি বললেনঃ আবূ আবদুর রহমান সত্যই বলেছেনঃ আমার এবং জনৈক ব্যক্তির মধ্যে একটি কূপ নিয়ে বিরোধ ছিল। আমরা রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট এর মীমাংসার জন্য গেলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ (ফয়সালার জন্যে) তোমার দু'জন সাক্ষী অথবা তার শপথ লাগবে। আমি বললাম, তাহলে তো সে নির্দ্বিধায় কসম খেয়ে বসবে। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ যে ব্যক্তি কসমের সম্মুখীন হয়ে কোন মুসলিমের সম্পদ গ্রাস করার উদ্দেশ্যে পাপাচারী হয়ে মিথ্যা শপথ করবে, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবেন যে, তিনি তার উপর ক্রোধান্বিত থাকবেন। এ সময় এ আয়াতটি নাযিল হলঃ যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার ও প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রি করে দেয়, আখিরাতে তাদের কোন অংশ নেই।"
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। ইবন মাজাহও এটি সংক্ষেপে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2828- عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حلف على مَال امرء مُسلم بِغَيْر حَقه لَقِي الله وَهُوَ عَلَيْهِ غَضْبَان
قَالَ عبد الله ثمَّ قَرَأَ علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مصداقه
من كتاب الله عز وَجل إِن الَّذين يشْتَرونَ بِعَهْد الله وَأَيْمَانهمْ ثمنا قَلِيلا آل عمرَان 77
إِلَى آخر الْآيَة
زَاد فِي رِوَايَة بِمَعْنَاهُ قَالَ فَدخل الْأَشْعَث بن قيس الْكِنْدِيّ فَقَالَ مَا يُحَدثكُمْ أَبُو عبد الرَّحْمَن فَقُلْنَا كَذَا وَكَذَا قَالَ صدق أَبُو عبد الرَّحْمَن وَكَانَ بيني وَبَين رجل خُصُومَة فِي بِئْر فَاخْتَصَمْنَا إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم شَاهِدَاك أَو يَمِينه قلت إِذا يحلف وَلَا يُبَالِي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حلف على يَمِين صَبر يقتطع بهَا مَال امرىء مُسلم هُوَ فِيهَا فَاجر لَقِي الله وَهُوَ عَلَيْهِ غَضْبَان وَنزلت إِن الَّذين يشْتَرونَ بِعَهْد الله وَأَيْمَانهمْ ثمنا قَلِيلا
إِلَى آخر الْآيَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه مُخْتَصرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান