আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮০৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ধনী ব্যক্তির পক্ষে পাওনা আদায়ে টালবাহানা করা থেকে ভীতি প্রদর্শন এবং পাওনাদারকে খুশি করার প্রতি উৎসাহ দান
২৮০৬. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছিঃ আল্লাহ্ যালিম ধনী, বৃদ্ধ মূর্খ এবং অহংকারী দরিদ্রকে ভালবাসেন না।
অপর এক বর্ণনায় রয়েছেঃ নিশ্চয়ই আল্লাহ্ যালিম ধনীকে, মূর্খ বৃদ্ধকে এবং অহংকারী দরিদ্রকে ঘৃণা করেন।
(হাদীসটি বাযযার এবং তাবারানী তাঁর 'আওসাতে' হারিস আওয়ার সূত্রে হযরত আলী (রা) থেকে বর্ণনা করেছেন। হারিসকে নির্ভরযোগ্য বর্ণনাকারী হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। অন্য হাদীসের পোষকতায় তাঁর বর্ণনায় কোন দোষ নেই।)
অপর এক বর্ণনায় রয়েছেঃ নিশ্চয়ই আল্লাহ্ যালিম ধনীকে, মূর্খ বৃদ্ধকে এবং অহংকারী দরিদ্রকে ঘৃণা করেন।
(হাদীসটি বাযযার এবং তাবারানী তাঁর 'আওসাতে' হারিস আওয়ার সূত্রে হযরত আলী (রা) থেকে বর্ণনা করেছেন। হারিসকে নির্ভরযোগ্য বর্ণনাকারী হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। অন্য হাদীসের পোষকতায় তাঁর বর্ণনায় কোন দোষ নেই।)
كتاب البيوع
التَّرْهِيب من مطل الْغَنِيّ وَالتَّرْغِيب فِي إرضاء صَاحب الدّين
2806- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يحب الله الْغَنِيّ الظلوم وَلَا الشَّيْخ الجهول وَلَا الْفَقِير المختال
وَفِي رِوَايَة إِن الله يبغض الْغَنِيّ الظلوم وَالشَّيْخ الجهول والعائل المختال
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة الْحَارِث الْأَعْوَر عَن عَليّ والْحَارث وثق وَلَا بَأْس بِهِ فِي المتابعات
وَفِي رِوَايَة إِن الله يبغض الْغَنِيّ الظلوم وَالشَّيْخ الجهول والعائل المختال
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة الْحَارِث الْأَعْوَر عَن عَليّ والْحَارث وثق وَلَا بَأْس بِهِ فِي المتابعات