আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮০৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ধনী ব্যক্তির পক্ষে পাওনা আদায়ে টালবাহানা করা থেকে ভীতি প্রদর্শন এবং পাওনাদারকে খুশি করার প্রতি উৎসাহ দান
২৮০৫. হযরত আমর ইবনুশ শারীদ সূত্রে তাঁর পিতা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সামর্থ্যবান ব্যক্তির পাওনা আদায়ে টালবাহানা করা তার সম্ভ্রম ও সম্পদের নিরাপত্তা বিনষ্ট করে দেয়।*
(হাদীসটি ইবন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)

*সামর্থ্যবান ব্যক্তি টালবাহানা করলে তার ব্যাপারে এ আলোচনার অবকাশ সৃষ্টি হয় যে, লোকটি লেনদেনের ব্যাপারে ভাল নয় এবং তাকে জেলে বন্দী করে শাস্তি দেয়া যায়।
كتاب البيوع
التَّرْهِيب من مطل الْغَنِيّ وَالتَّرْغِيب فِي إرضاء صَاحب الدّين
2805- وَعَن عَمْرو بن الشريد عَن أَبِيه رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لي الْوَاجِد
يحل عرضه وَمَاله

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান