আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮০৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ধনী ব্যক্তির পক্ষে পাওনা আদায়ে টালবাহানা করা থেকে ভীতি প্রদর্শন এবং পাওনাদারকে খুশি করার প্রতি উৎসাহ দান
২৮০৭. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ তিন প্রকার মানুষকে আল্লাহ্ ভালবাসেন এবং তিন প্রকার লোককে তিনি ঘৃণা করেন। এরপর পূর্ণ হাদীসটি উল্লেখ করে শেষাংশে বললেনঃ যে তিন ব্যক্তিকে আল্লাহ্ ঘৃণা করেন, তারা হলঃ বৃদ্ধ ব্যভিচারী, অহংকারী দরিদ্র এবং যালিম ধনী।
(হাদীসটি আবূ দাউদ ও ইব্‌ন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁদেরই। নাসাঈ, ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে, তিরমিযী এবং হাকিমও হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। হাকিম হাদীসটিকে সহীহ বলেও উল্লেখ করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من مطل الْغَنِيّ وَالتَّرْغِيب فِي إرضاء صَاحب الدّين
2807- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة يُحِبهُمْ الله وَثَلَاثَة يبغضهم الله فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ وَالثَّلَاثَة الَّذين يبغضهم الله الشَّيْخ الزَّانِي وَالْفَقِير المختال والغني الظلوم

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَاللَّفْظ لَهما وَرَوَاهُ بِنَحْوِهِ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالتِّرْمِذِيّ وَالْحَاكِم وصححاه
tahqiqতাহকীক:তাহকীক চলমান