আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৫০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৭৫০. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শহরবাসীগণ (সভ্যতার বিকাশে) আল্লাহর পথে বন্দী হয়ে আছে। অতএব তোমরা তাদের উপর খাদ্য সামগ্রী আটকিয়ে রেখো না এবং মূল্য বৃদ্ধি ঘটিও না। কেননা যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত তাদের থেকে খাদ্য সামগ্রী আটকিয়ে রাখবে, পরবর্তীতে এসব দান করে দিলেও এর ক্ষতিপূরণ হবে না।
(এ হাদীসটিও রযীন বর্ণনা করেছেন, তবে আমি এটি পাইনি।)
(এ হাদীসটিও রযীন বর্ণনা করেছেন, তবে আমি এটি পাইনি।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2750- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أهل الْمَدَائِن هم الحبساء فِي سَبِيل الله فَلَا تحتكروا عَلَيْهِم الأقوات وَلَا تغلوا عَلَيْهِم الأسعار فَإِن من احتكر عَلَيْهِم طَعَاما أَرْبَعِينَ يَوْمًا ثمَّ تصدق بِهِ لم تكن كَفَّارَة لَهُ
ذكره رزين أَيْضا وَلم أَجِدهُ
ذكره رزين أَيْضا وَلم أَجِدهُ