আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৪৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৭৪৯. হযরত মুয়ায (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি। গুদামজাতকারী বান্দা কতই নিকৃষ্ট। যদি আল্লাহ মূল্য হ্রাস করে দেন, তবে সে দুঃখিত হয় আর যদি মূল্য বাড়িয়ে দেন, তবে সে খুশি হয়।
অপর বর্ণনার শব্দমালা নিম্নরূপঃ যদি সে দাম পড়ে যাওয়ার কথা শোনে, তবে দুঃখিত হয় আর যদি মূল্য বৃদ্ধির কথা শোনে, তবে আনন্দিত হয়।
(হাদীসটি রযীন তাঁর জামি গ্রন্থে উল্লেখ করেছেন। কিন্তু তাঁর সংকলিত উসুল গ্রন্থসমূহে এটি আমি দেখিনি। এটি কেবল তাবারানী প্রমুখ মুহাদ্দিসগণ একটি দুর্বল ভিত্তির সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2749- وَعَن معَاذ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول بئس العَبْد المحتكر إِن أرخص الله الأسعار حزن وَإِن أغلاها فَرح
وَفِي رِوَايَة إِن سمع برخص سَاءَهُ وَإِن سمع بغلاء فَرح
ذكره رزين فِي جَامعه وَلم أره فِي شَيْء من الْأُصُول الَّتِي جمعهَا إِنَّمَا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَغَيره بِإِسْنَاد واه
tahqiqতাহকীক:তাহকীক চলমান