আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৫১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৭৫১. হযরত আবূ হুরায়রা ও মাকিল ইবন ইয়াসার (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অগ্নিমূল্যের আশায় খাদ্য গুদামজাতকারী এবং আত্মহত্যাকারীগণ একই স্তরে হাশরের ময়দানে উত্থিত হবে। আর যে ব্যক্তি মুসলমানদের বাজার দরে মূল্য বৃদ্ধির অপচেষ্টা করে, আল্লাহ্ অবশ্যই তাকে কিয়ামতের দিন জাহান্নামের ভীষণ শাস্তিতে নিক্ষেপ করবেন।
(এ হাদীসটিও রযীন বর্ণনা করেছেন। হাদীসটি এককভাবে কেবল মুহান্না ইবন ইয়াহয়া ... বাকিয়্যা ইবনুল ওলীদ থেকে, তিনি সাঈদ ইবন আবদুল আযীয থেকে, তিনি মাকহূল থেকে এবং মাকহূল হযরত আল হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। এই হাদীসটিতে এবং এর পূর্বে বর্ণিত দুটি হাদীসেও মুন্‌কার হওয়া- লক্ষণ সুস্পষ্ট। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2751- وَعَن أبي هُرَيْرَة وَمَعْقِل بن يسَار رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يحْشر الحاكرون وقتلة الْأَنْفس فِي دَرَجَة وَمن دخل فِي شَيْء من سعر الْمُسلمين يغليه عَلَيْهِم كَانَ حَقًا على الله أَن يعذبه فِي مُعظم النَّار يَوْم الْقِيَامَة

ذكره رزين أَيْضا وَهُوَ مِمَّا أنفرد بِهِ مهنأ بن يحيى عَن بَقِيَّة بن الْوَلِيد عَن سعيد بن عبد الْعَزِيز عَن مَكْحُول عَن أبي هُرَيْرَة وَفِي هَذَا الحَدِيث والحديثين قبله نَكَارَة ظَاهِرَة وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান