আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৩৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
প্রতারণার ব্যাপারে সতর্কবাণী এবং ক্রয়-বিক্রয় ও অন্যান্য ক্ষেত্রে অপরের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
২৭৩৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করল, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
(হাদীসটি বায্‌যার একটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(শ্রুতি লিখিয়ে) আবদুল আযীম বলেনঃ এ মর্মের হাদীসটি সাহাবীদের এক বিরাট জামা'আত থেকে বর্ণিত হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন। হযরত আবদুল্লাহ ইবন আব্বাস, আনাস ইবন মালিক, বারা ইবন আযিব, হুযায়ফা ইবনুল ইয়ামান, আবু মুসা আশআরী, আবু বুরদাহ ইবন নিয়ার প্রমুখ (রা)। এটি ইতিপূর্বে হযরত ইবন মাসউদ, ইবন উমর, আবু হুরায়রা এবং কায়স ইবন আবু গারাযাহ (রা) সূত্রে বর্ণিত হয়েছে।)
كتاب البيوع
التَّرْهِيب من الْغِشّ وَالتَّرْغِيب فِي النَّصِيحَة فِي البيع وَغَيره
2735- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من غَشنَا فَلَيْسَ منا

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
قَالَ المملي عبد الْعَظِيم قد رُوِيَ هَذَا الْمَتْن عَن جمَاعَة من الصَّحَابَة مِنْهُم عبد الله بن عَبَّاس وَأنس بن مَالك والبراء بن عَازِب وَحُذَيْفَة بن الْيَمَان وَأَبُو مُوسَى الْأَشْعَرِيّ وَأَبُو بردة بن نيار وَغَيرهم وَتقدم من حَدِيث ابْن مَسْعُود وَابْن عمر وَأبي هُرَيْرَة وَقيس بن أبي غرزة
tahqiqতাহকীক:তাহকীক চলমান