আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭২৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
প্রতারণার ব্যাপারে সতর্কবাণী এবং ক্রয়-বিক্রয় ও অন্যান্য ক্ষেত্রে অপরের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
২৭২৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন এক স্তূপ খাদ্য সামগ্রীর পাশ দিয়ে অতিক্রম করলেন যার মালিক একে খুব পরিপাটি করে সাজিয়ে রেখেছিল এবং এর প্রশংসা করছিল। তিনি এতে হাত ঢুকিয়ে দিলেন। দেখা গেল যে, এর ভিতরে নিম্নমানের খাদ্যও রয়েছে। তিনি তখন বললেন, এটি পৃথকভাবে বিক্রি কর এবং এটি পৃথক করে বিক্রি কর। কেননা যে আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের কেউ নয়।
(হাদীসটি আহমদ, বাযযার ও তাবারানী বর্ণনা করেছেন। আবূ দাউদ এটি উপরোল্লিখিত বর্ণনার অনুরূপই মাক্হূল থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ, বাযযার ও তাবারানী বর্ণনা করেছেন। আবূ দাউদ এটি উপরোল্লিখিত বর্ণনার অনুরূপই মাক্হূল থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْغِشّ وَالتَّرْغِيب فِي النَّصِيحَة فِي البيع وَغَيره
2729- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ مر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِطَعَام وَقد حسنه صَاحبه فَأدْخل يَده فِيهِ فَإِذا طَعَام رَدِيء فَقَالَ بِعْ هَذَا على حِدة وَهَذَا على حِدة فَمن غَشنَا فَلَيْسَ منا
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَرَوَاهُ أَبُو دَاوُد بِنَحْوِهِ عَن مَكْحُول مُرْسلا
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَرَوَاهُ أَبُو دَاوُد بِنَحْوِهِ عَن مَكْحُول مُرْسلا