আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৩০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
প্রতারণার ব্যাপারে সতর্কবাণী এবং ক্রয়-বিক্রয় ও অন্যান্য ক্ষেত্রে অপরের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
২৭৩০. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমাদেরকে নিয়ে বাজারের দিকে বের হলেন। তিনি সেখানে কিছু শুকনো খাদ্য সামগ্রী দেখতে পেলেন। তিনি এতে হাত ঢুকালেন এবং কিছু আর্দ্রতাযুক্ত খাবার বের করে আনলেন, যাতে বৃষ্টির পানি পড়েছিল। তিনি খাদ্যের মালিককে বললেন, তুমি এমনটি কেন করলে হে? সে বলল, ঐ সত্তার শপথ, যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন। এটি একই জাতীয় খাদ্য। তিনি বললেন, তুমি ভিজাটি কেন পৃথক রাখলে না, আর শুকনোটি কেন পৃথক রাখলে না, যাতে দেখে শুনে তোমাদের আদান-প্রদানটি হতো। যে আমাদের সাথে প্রতারণা করল, সে আমাদের কেউ নয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' একটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْغِشّ وَالتَّرْغِيب فِي النَّصِيحَة فِي البيع وَغَيره
2730- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى السُّوق فَرَأى طَعَاما مصبرا فَأدْخل يَده فَأخْرج طَعَاما رطبا قد أَصَابَته السَّمَاء فَقَالَ لصَاحِبهَا مَا حملك على هَذَا
قَالَ وَالَّذِي بَعثك بِالْحَقِّ إِنَّه لطعام وَاحِد
قَالَ أَفلا عزلت الرطب على حِدته واليابس على حِدته فتتبايعون مَا تعرفُون من غَشنَا فَلَيْسَ منا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান