আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭২৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
প্রতারণার ব্যাপারে সতর্কবাণী এবং ক্রয়-বিক্রয় ও অন্যান্য ক্ষেত্রে অপরের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
২৭২৮. উক্ত হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) খাদ্য সামগ্রীর একটি স্তূপের নিকট দিয়ে অতিক্রম করলেন। তিনি এতে হাত ঢুকালেন এবং হাতে আর্দ্রতা অনুভব করলেন। তিনি তখন বললেন, হে খাদ্যের মালিক! একি? সে বলল, ইয়া রাসূলাল্লাহ! এতে বৃষ্টি পানি লেগে গিয়েছিল। তিনি বললেন, এটি তুমি কেন উপরে রাখলে না, যাতে করে লোকজন দেখে নিতে পারে? যে আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
(হাদীসটি মুসলিম, ইবন মাজাহ এবং তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযীর শব্দমালা হল এই যে প্রতারণা করে, সে আমাদের নয়।
আবু দাউদ হাদীসটি এভাবে বর্ণনা করেছেন। একদিন রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন যে খাদ্য সামগ্রী বিক্রি করছিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কিভাবে বিক্রি কর? সে রাসুলুল্লাহ (ﷺ) কে এ বিষয়ে অবহিত করল। আল্লাহ্ তখন রাসূলুল্লাহ (ﷺ) কে ওহীর মাধ্যমে বললেন যে, আপনি এর ভিতর হাত ঢুকিয়ে দিন। তখন দেখা গেল যে, এ খাদ্যসামগ্রী আর্দ্রতাযুক্ত। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন। ঐ ব্যক্তি আমাদের কেউ নয়, যে প্রতারণা করে।
كتاب البيوع
التَّرْهِيب من الْغِشّ وَالتَّرْغِيب فِي النَّصِيحَة فِي البيع وَغَيره
2728- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مر على صبرَة طَعَام فَأدْخل يَده فِيهَا فنالت
أَصَابِعه بللا فَقَالَ مَا هَذَا يَا صَاحب الطَّعَام قَالَ أَصَابَته السَّمَاء يَا رَسُول الله قَالَ أَفلا جعلته فَوق الطَّعَام حَتَّى يرَاهُ النَّاس من غَشنَا فَلَيْسَ منا

رَوَاهُ مُسلم وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَعِنْده من غش فَلَيْسَ منا
وَأَبُو دَاوُد وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مر بِرَجُل يَبِيع طَعَاما فَسَأَلَهُ كَيفَ تبيع فَأخْبرهُ فَأوحى الله إِلَيْهِ أَن أَدخل يدك فِيهِ فَإِذا هُوَ مبلول فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ منا من غش
tahqiqতাহকীক:তাহকীক চলমান