আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭২৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিমাপ ও ওজনে কম দেয়ার ব্যাপারে সতর্কবাণী
২৭২৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) পরিমাপ ও ওজনকারীদের উদ্দেশ্যে বলেছেনঃ তোমরা এমন কি বিষয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছ, যাতে তোমাদের পূর্ববর্তী অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে।
(হাদীসটি তিরমিযী ও হাকিম উভয়ে হুসায়ন ইবন কায়স সূত্রে ইকরামার মাধ্যমে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেছেনঃ হাদীসটির সনদ সহীহ।
(হাফিয বলেনঃ) এটি কেমন করে হয়, অথচ হুসায়ন ইবন কায়স প্রত্যাখ্যাত রাবী? আসলে এটি ইবন আব্বাসের মাওকুফ হাদীস, যেমন তিরমিযী প্রমুখ বলেছেনঃ)
كتاب البيوع
التَّرْهِيب من بخس الْكَيْل وَالْوَزْن
2724- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لاصحاب الْكَيْل وَالْوَزْن إِنَّكُم قد وليتم أمرا فِيهِ هَلَكت الْأُمَم السالفة قبلكُمْ

رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من طَرِيق حُسَيْن بن قيس عَن عِكْرِمَة عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ كَيفَ وحسين بن قيس مَتْرُوك وَالصَّحِيح عَن ابْن عَبَّاس مَوْقُوف كَذَا قَالَه التِّرْمِذِيّ وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান