আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭২৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিমাপ ও ওজনে কম দেয়ার ব্যাপারে সতর্কবাণী
২৭২৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) যখন মদীনায় আসলেন, মদীনাবাসী তখন পরিমাপের ক্ষেত্রে সর্ব নিকৃষ্ট ছিল। মহান আল্লাহ যখন এ আয়াত নাযিল করলেনঃ "যারা মাপে কম করে, তাদের জন্য রয়েছে দুর্ভোগ" (৮৩ঃ ১)। এরপর থেকে তারা সুন্দরভাবে পরিমাপ শুরু করল।
(হাদীসটি ইবন মাজাহ, ইবন হিব্বান তাঁর 'সহীহে' এবং বায়হাকী বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন মাজাহ, ইবন হিব্বান তাঁর 'সহীহে' এবং বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من بخس الْكَيْل وَالْوَزْن
2723- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لما قدم النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الْمَدِينَة كَانُوا من أَخبث النَّاس كَيْلا فَأنْزل الله عز وَجل ويل لِلْمُطَفِّفِينَ المطففين 1 فَأحْسنُوا الْكَيْل بعد ذَلِك
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ