আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭২১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অনুতপ্ত ব্যক্তিকে দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ দান
২৭২১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যাক্তি কোন মুসলমানকে তার ক্রয়-বিক্রয়ের দায় থেকে মুক্তি দিল, কিয়ামতের দিন আল্লাহ্ তার অপরাধ ক্ষমা করে দেবেন।
(হাদীসটি আবূ দাউদ, ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণন্য করেছেন। শব্দমালা ইবন হিব্বানের। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ। ইবন হিব্বানের অন্য এক বর্ণনায় রয়েছে। যে ব্যক্তি কোন মুসলমানের ভুল-ত্রুটি ক্ষমা করে দিল, কিয়ামতের দিন আল্লাহ্ তার অপরাধ ক্ষমা করে দেবেন।
আবু দাউদের 'মারাসীল' গ্রন্থের অপর এক বর্ণনায় রয়েছে। (ক্রয়-বিক্রয়ে ত্রুটি-বিচ্যুতির কারণে) অনুতপ্ত ব্যক্তিকে যে দায়মুক্ত করে দিল, কিয়ামতের দিন আল্লাহ তাকে মুক্তি দিবেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي إِقَالَة النادم
2721- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أقَال مُسلما بيعَته أقاله الله عثرته يَوْم الْقِيَامَة

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
وَفِي رِوَايَة لِابْنِ حبَان من أقَال مُسلما عثرته أقاله الله عثرته يَوْم الْقِيَامَة
وَفِي رِوَايَة لابي دَاوُد فِي الْمَرَاسِيل من أقَال نَادِما أقاله الله نَفسه يَوْم الْقِيَامَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান