আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭২০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭২০. ইবন মাজাহ হযরত আবদুল্লাহ ইবন রবীআহ (রা) থেকে বর্ণনা করেছেন যে, নবী করীম (ﷺ) হুনায়ন যুদ্ধের সময় তাঁর নিকট থেকে ত্রিশ অথবা চল্লিশ হাজার*(২) ঋণ নিয়েছিলেন। পরে তিনি তা আদায় করে দিয়ে তাকে বলেছিলেনঃ আল্লাহ তোমার পরিবার-পরিজন ও অর্থ-সম্পদে বরকত দান করুন! ঋণের প্রতিদান হচ্ছে তা পরিশোধ করে দেয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা।

(২) দীনার বা দিরহাম। হাদীসে স্পষ্ট কিছুই উল্লেখ নেই।
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2720- وروى ابْن مَاجَه عَن عبد الله بن ربيعَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم استسلف مِنْهُ حِين غزا حنينا ثَلَاثِينَ أَو أَرْبَعِينَ ألفا قَضَاهَا إِيَّاه ثمَّ قَالَ لَهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بَارك الله لَك فِي أهلك وَمَالك إِنَّمَا جَزَاء السّلف الْوَفَاء وَالْحَمْد
tahqiqতাহকীক:তাহকীক চলমান