আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭১৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১৭. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক আনসারী ব্যক্তির নিকট থেকে চল্লিশ সা(১) ধার গ্রহণ করেছিলেন। পরবর্তীতে লোকটি অভাবগ্রস্ত হয়ে পড়ল এবং রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার নিকট তো কোন কিছু আসেনি।(২) লোকটি তখন কিছু বলতে চাইল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ভাল ছাড়া অন্য কিছু বলো না। কেননা এটিই হবে উত্তম ধার। অতঃপর তিনি তাকে চল্লিশ সা অতিরিক্ত দান করলেন আর চল্লিশ সা ধার পরিশোধ করে দিলেন। এভাবে মোট আশি সা প্রদান করলেন।
(হাদীসটি বায্‌যার একটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
ইবন মাজাহ এ হাদীসটি হযরত ইবন আব্বাস (রা) থেকে এভাবে বর্ণনা করেছেন। হযরত ইবন আব্বাস (রা) বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ) -এর নিকট ঋণের তাগাদা দিতে আসল এবং (কাঠোর ভাষায়) কিছু কথা বলল। এতে কতিপয় সাহাবী তাঁকে কিছু বলতে চাইলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ ঋণ গ্রহীতার উপর পাওনাদারের কিছুটা অধিকার থাকে, যাবৎ না সে ঋণ শোধ করে।)

(১) যব, গম বা ইত্যাকার কোন শস্য সামগ্রী হতে পারে। সা'-এর ওজন হচ্ছে প্রায় সাড়ে তিন সের।
(২) সদকা, যাকাত বা গণীমত ইত্যাদি।
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2717- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ استسلف النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من رجل من الْأَنْصَار أَرْبَعِينَ صَاعا فَاحْتَاجَ الْأنْصَارِيّ فَأَتَاهُ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا جَاءَنَا شَيْء فَقَالَ الرجل
وَأَرَادَ أَن يتَكَلَّم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تقل إِلَّا خيرا فَإِنَّهُ خير من تسلف فَأعْطَاهُ أَرْبَعِينَ فضلا وَأَرْبَعين لسلفه فَأعْطَاهُ ثَمَانِينَ

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
وروى ابْن مَاجَه عَنهُ قَالَ جَاءَ رجل يطْلب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بدين فَتكلم بعض الْكَلَام فهم بِهِ بعض أَصْحَابه فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَه إِن صَاحب الدّين لَهُ سُلْطَان على صَاحبه حَتَّى يَقْضِيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান