আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭১৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন এক ব্যক্তি রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট তার পাওনা আদায়ের উদ্দেশ্যে আসল, যার নিকট থেকে তিনি অর্ধ ওয়াসাক খাদ্য সামগ্রী ধার নিয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে এক পূর্ণ ওয়াসাক দিয়ে বললেনঃ অর্ধ ওয়াসাক*(১) তোমার পাওনা ছিল আর অর্ধ ওয়াসাক আমার পক্ষ থেকে অতিরিক্ত দিলাম। তারপর এক ওয়াসাকের পাওনাদার আসলো তিনি তাকে দু’ওয়াসাক দিয়ে বললেনঃ এক ওয়াসাক তোমার প্রাপ্য আর এক ওয়াসাক আমার পক্ষ থেকে অতিরিক্ত।
(হাদীসটি বায্যার বর্ণনা করেছেন। এর সনদটি আল্লাহ চাহেন তো উত্তম।)
(১) ওয়াসাক একটি নির্দিষ্ট ওজন যার পরিমাণ কেউ কেউ ষাট সা' বলেছেনঃ আবার কেউ কেউ বলেছেনঃঃ এ পরিমাপটি হল এক উট বোঝাই পরিমাণ মালের সমান। (আল মুনজিদ)
(হাদীসটি বায্যার বর্ণনা করেছেন। এর সনদটি আল্লাহ চাহেন তো উত্তম।)
(১) ওয়াসাক একটি নির্দিষ্ট ওজন যার পরিমাণ কেউ কেউ ষাট সা' বলেছেনঃ আবার কেউ কেউ বলেছেনঃঃ এ পরিমাপটি হল এক উট বোঝাই পরিমাণ মালের সমান। (আল মুনজিদ)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2718- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل يتقاضاه قد استلف مِنْهُ شطر وسق فَأعْطَاهُ وسْقا فَقَالَ نصف وسق لَك وَنصف وسق من عِنْدِي ثمَّ جَاءَ صَاحب الوسق يتقاضاه فَأعْطَاهُ وسقين فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وسق لَك ووسق من عِنْدِي
رَوَاهُ الْبَزَّار وَإِسْنَاده حسن إِن شَاءَ الله
رَوَاهُ الْبَزَّار وَإِسْنَاده حسن إِن شَاءَ الله