আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭১৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করলেন। অতঃপর ভাষণ দিতে দাঁড়ালেন। বর্ণনাকারী এখানে দীর্ঘ হাদীসের উল্লেখ করেছেন, যে হাদীসটির শেষে রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেনঃ মনে রেখো, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা পাওনা আদায়ের ক্ষেত্রেও উত্তম এবং তাগাদা প্রদানের ক্ষেত্রেও উত্তম, আবার তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা দেনা পরিশোধের ক্ষেত্রে খারাপ, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে ভাল। এখানে একটি অপরটির ক্ষতিপূরণ করে দেয়। মনে রেখো, তাদের মধ্যে কিছু লোক এমন যে, দেনা পরিশোধের ক্ষেত্রেও খারাপ, পাওনা আদায়ের ক্ষেত্রেও খারাপ। মনে রেখো, এদের মধ্যে উত্তম হল ঐ ব্যক্তি, যে দেনা পরিশোধের বেলায়ও উত্তম এবং পাওনা আদায়ের বেলায়ও উত্তম। আর সবচেয়ে নিকৃষ্ট হল ঐ ব্যক্তি, দেনা পরিশোধের বেলায়ও খারাপ এবং অপরের নিকট থেকে আদায়ের বেলায়ও খারাপ।
(হাদীসটি তিরমিযী 'ক্রোধ' অধ্যায়ে একটি দীর্ঘ হাদীসের অধীনে বর্ণনা করেছেন যা ইনশা আল্লাহ সামনে আসবে। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2716- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ صلى بِنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَلَاة الْعَصْر ثمَّ قَامَ خَطِيبًا فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ أَلا وَإِن مِنْهُم حسن الْقَضَاء حسن الطّلب وَمِنْهُم سيىء الْقَضَاء حسن الطّلب فَتلك بِتِلْكَ أَلا وَإِن مِنْهُم السيىء الْقَضَاء السيىء الطّلب أَلا وَخَيرهمْ الْحسن الْقَضَاء الْحسن الطّلب أَلا وشرهم سيىء الْقَضَاء سيىء الطّلب

رَوَاهُ التِّرْمِذِيّ فِي حَدِيث يَأْتِي فِي الْغَضَب إِن شَاءَ الله تَعَالَى وَقَالَ حَدِيث حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান