আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭১০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি উদার হও,তোমার সাথেও উদারতা প্রদর্শন করা হবে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীদের মধ্যে মাহদী ইবন জা'ফর ব্যতীত সবাই সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মতই।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীদের মধ্যে মাহদী ইবন জা'ফর ব্যতীত সবাই সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মতই।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2710- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسمح يسمح لَك
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا مهْدي بن جَعْفَر
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا مهْدي بن جَعْفَر