আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭০৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭০৯. হযরত আবু হুরায়রা (রা) সূত্রেই বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ্ এমন ব্যক্তিকে ভালবাসেন, যে বিক্রির বেলায়ও উদার, ক্রয়ের বেলায়ও উদার এবং মূল্য আদায়ের বেলায়ও উদার।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং গরীব বলে মন্তব্য করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদটি সহীহ।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং গরীব বলে মন্তব্য করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদটি সহীহ।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2709- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله يحب سمح البيع سمح الشِّرَاء سمح الْقَضَاء
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد