আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭০৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭০৮. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি নম্র, বিনয়ী ও ভদ্র হয়, আল্লাহ্ তার জন্যে জাহান্নামকে হারাম করে দেন।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ।
তাবারানী এটি তাঁর 'আওসাতে' হযরত আনাস (রা) থেকে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ প্রশ্ন করা হল, ইয়া রাসূলাল্লাহ। কোন ব্যক্তি জাহান্নামের জন্যে হারাম? তিনি বললেন, বিনয়ী, নম্র, উদার ও ভদ্র ব্যক্তি। তাবারানী তাঁর 'আওসাতে' এবং 'কবীরে' মু'আইকিব (রা) সূত্রেও এ হাদীসটি এভাবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বিনয়ী, নম্র, উদার ও ভদ্র ব্যক্তির জন্যে জাহান্নামকে হারাম করে দেয়া হয়েছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2708- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ هينا لينًا قَرِيبا حرمه الله على النَّار
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم

وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث أنس وَلَفظه قيل يَا رَسُول الله من يحرم على النَّار قَالَ الهين اللين السهل الْقَرِيب
وَرَوَاهُ فِي الْأَوْسَط أَيْضا وَالْكَبِير عَن معيقب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حرمت النَّار على الهين اللين السهل الْقَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান