আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭০৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭০৫. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ ঐ বান্দার প্রতি রহমত করুন, যে বিক্রির বেলায়ও উদার, ক্রয়ের বেলায়ও উদার এবং মূল্য গ্রহণের বেলায়ও উদার।
(হাদীসটি বুখারী এবং ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন মাজাহ। তিরমিযী এটি নিম্নোক্ত পাঠে বর্ণনা করেছেন।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তোমাদের পূর্ববর্তী এক ব্যক্তিকে এ জন্য ক্ষমা করে দিয়েছেন যে, সে বিক্রির বেলায়ও ভদ্র ছিল, ক্রয়ের বেলায়ও ভদ্র ছিল এবং মূল্য গ্রহণের বেলায়ও ভদ্রতার পরিচয় দিত।)
(হাদীসটি বুখারী এবং ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন মাজাহ। তিরমিযী এটি নিম্নোক্ত পাঠে বর্ণনা করেছেন।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তোমাদের পূর্ববর্তী এক ব্যক্তিকে এ জন্য ক্ষমা করে দিয়েছেন যে, সে বিক্রির বেলায়ও ভদ্র ছিল, ক্রয়ের বেলায়ও ভদ্র ছিল এবং মূল্য গ্রহণের বেলায়ও ভদ্রতার পরিচয় দিত।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2705- عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رحم الله عبدا سَمحا إِذا بَاعَ سَمحا إِذا اشْترى سَمحا إِذا اقْتضى
رَوَاهُ البُخَارِيّ وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم غفر الله لرجل كَانَ قبلكُمْ كَانَ سهلا إِذا بَاعَ سهلا إِذا اشْترى سهلا إِذا اقْتضى
رَوَاهُ البُخَارِيّ وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم غفر الله لرجل كَانَ قبلكُمْ كَانَ سهلا إِذا بَاعَ سهلا إِذا اشْترى سهلا إِذا اقْتضى