আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭০৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৭০৪. হযরত নুআয়ম ইবন হাম্মার গাফ্ফানী (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ কতই না নিকৃষ্ট ঐ বান্দা, যে অত্যাচারী ও অহংকারে মত্ত হয়েছে অথচ মহোত্তম ও সর্বোচ্চ মর্যাদাবান (আল্লাহর) সত্তাকে সে ভূলে যায়। কতই না নিকৃষ্ট ঐ বান্দা, যে দীনের দলে দুনিয়া অন্বেষণ করে। কতই না নিকৃষ্ট ঐ বান্দা, যে সন্দেহের দ্বারা হারামকে হালাল জ্ঞান করে। কতই না নিকৃষ্ট ঐ বান্দা, কুপ্রবৃত্তি যাকে পথভ্রষ্ট করে দেয়। কতই না নিকৃষ্ট ঐ বান্দা, কামনা-বাসনা যাকে অপমানিত করে।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। তিরমিযী এ হাদীসটি হযরত আসমা বিনত উমায়স (রা) সূত্রে আরও দীর্ঘ বর্ণনা করেছেন। 'বিনয়' অধ্যায়ে তিরমিযী বর্ণিত শব্দমালা আসবে ইনশা আল্লাহ্।)
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। তিরমিযী এ হাদীসটি হযরত আসমা বিনত উমায়স (রা) সূত্রে আরও দীর্ঘ বর্ণনা করেছেন। 'বিনয়' অধ্যায়ে তিরমিযী বর্ণিত শব্দমালা আসবে ইনশা আল্লাহ্।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2704- وَرُوِيَ عَن نعيم بن همار الْغَطَفَانِي رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بئس العَبْد عبد تجبر واختال وَنسي الْكَبِير المتعال
بئس العَبْد عبد يخْتل الدُّنْيَا بِالدّينِ بئس العَبْد عبد يسْتَحل الْمَحَارِم بِالشُّبُهَاتِ بئس العَبْد عبد هوى يضله
بئس العَبْد عبد رغبته تذله
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرَوَاهُ التِّرْمِذِيّ من حَدِيث أَسمَاء بنت عُمَيْس أطول مِنْهُ وَيَأْتِي لَفظه فِي التَّوَاضُع إِن شَاءَ الله تَعَالَى
بئس العَبْد عبد يخْتل الدُّنْيَا بِالدّينِ بئس العَبْد عبد يسْتَحل الْمَحَارِم بِالشُّبُهَاتِ بئس العَبْد عبد هوى يضله
بئس العَبْد عبد رغبته تذله
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرَوَاهُ التِّرْمِذِيّ من حَدِيث أَسمَاء بنت عُمَيْس أطول مِنْهُ وَيَأْتِي لَفظه فِي التَّوَاضُع إِن شَاءَ الله تَعَالَى