আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭০৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭০৬. হযরত উসমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ্ এক ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দিয়েছেন। সে ক্রয়কারী, বিক্রেতা, মূল্য পরিশোধকারী এবং মূল্য গ্রহণকারীরূপে সর্বাবস্থায় কোমল ও ভদ্র ছিল।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন। ইবন মাজাহও এটি বর্ণনা করেছেন। তবে "মূল্য পরিশোধকারী এবং মূল্য গ্রহণকারী অবস্থায়" কথাটি তিনি উল্লেখ করেননি।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন। ইবন মাজাহও এটি বর্ণনা করেছেন। তবে "মূল্য পরিশোধকারী এবং মূল্য গ্রহণকারী অবস্থায়" কথাটি তিনি উল্লেখ করেননি।)
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2706- وَعَن عُثْمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَدخل الله عز وَجل رجلا كَانَ سهلا مُشْتَريا وبائعا وقاضيا ومقتضيا الْجنَّة
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه لم يذكر قَاضِيا ومقتضيا
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه لم يذكر قَاضِيا ومقتضيا