আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭০১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৭০১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ উত্তম ইবাদত হল শরীয়তের ব্যুৎপত্তি অর্জন। আর উত্তম ধর্মপরায়ণতা হল তাক্‌ওয়া বা সংযমশীলতা।
(হাদীসটি তাবারানী তাঁর মু'জাম-এ বর্ণনা করেছেন। অবশ্য এর সনদে মুহাম্মদ ইবন আবূ লায়লা নামক একজন সমালোচিত রাবী রয়েছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2701- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الْعِبَادَة الْفِقْه وَأفضل الدّين الْوَرع

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي معاجيمه الثَّلَاثَة وَفِي إِسْنَاده مُحَمَّد بن أبي ليلى
tahqiqতাহকীক:তাহকীক চলমান