আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭০০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৭০০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তিনটি বিষয় যার মধ্যে বিদ্যমান রয়েছে, সে পুরস্কারের অধিকারী হয়ে গিয়েছে এবং ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছেঃ (১) উত্তম স্বভাব, যার দ্বারা সে মানুষের সাথে জীবন যাপন করে। (২) এমন আল্লাহভীতি, যা তাকে আল্লাহর নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত রাখে। (৩) এমন সহিষ্ণুতা যা মূর্খের মূর্খ সুলভ আচরণকে প্রতিহত করতে পারে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2700- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث من كن فِيهِ اسْتوْجبَ الثَّوَاب واستكمل الْإِيمَان خلق يعِيش بِهِ فِي النَّاس وورع يحجزه عَن محارم الله وحلم يرد بِهِ جهل الْجَاهِل

رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান