আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৯৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬৯৯. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করল, গুনাহ কি? তিনি বললেনঃ কোন বিষয় যখন তোমার অন্তরে সন্দেহের উদ্রেক করে, তখন তা ছেড়ে দাও। লোকটি বলল, ঈমান কি? তিনি বললেনঃ গুনাহ যখন তোমার অন্তরকে পীড়া দেয় এবং পুণ্য তোমাকে আনন্দ দেয়, তখন তুমি মুমিন।
(হাদীসটি আহমদ সহীহ সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ সহীহ সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2699- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ سَأَلَ رجل النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا الْإِثْم قَالَ إِذا حاك فِي نَفسك شَيْء فَدَعْهُ
قَالَ فَمَا الْإِيمَان قَالَ إِذا ساءتك سيئتك وسرتك حسنتك فَأَنت مُؤمن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
قَالَ فَمَا الْإِيمَان قَالَ إِذا ساءتك سيئتك وسرتك حسنتك فَأَنت مُؤمن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
হাদীসের ব্যাখ্যা:
ঈমানের লক্ষণ হল ভাল কাজ বিশ্বাসী ব্যক্তিকে আনন্দিত করে এবং মন্দ কাজ তাকে ব্যথিত ও চিন্তিত করে। যতক্ষণ পর্যন্ত এ অনুভূতি ঈমানদার ব্যক্তির মধ্যে থাকবে ততক্ষণ মনে করতে হবে ঈমানদার ব্যক্তির ঈমানী রূহ সজীব। তার অনুভূতি হচ্ছে তার ঈমানের ফলশ্রুতি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)