আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭০২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৭০২. হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদা অপেক্ষা উচ্চতর। আর তোমাদের উত্তম ধর্ম পরায়ণতা হল তাকওয়া।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' এবং বায্‌যার উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2702- وَعَن حُذَيْفَة بن الْيَمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فضل الْعلم خير من فضل الْعِبَادَة وَخير دينكُمْ الْوَرع

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَزَّار بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান