আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৮৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৮৬. হযরত মুয়ায (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ কিয়ামতের দিন কোন বান্দার পদদ্বয় চারটি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত আপন স্থান থেকে সরতে পারবে নাঃ (১) তাঁর জীবন সে কোথায় ব্যয় করেছে, (২) তাঁর যৌবন সে কোথায় ক্ষয় করেছে, (৩) তার সম্পদ সে কোথেকে আহরণ করেছে আর কোন কাজে ব্যয় করেছে এবং (৪) নিজ ইলম অনুসারে সে কতটুকু আমল করেছে।
(হাদীসটি বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন। তিরমিযী এ হাদীসটি আবু বারযা সূত্রে বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। 'ইলম' অধ্যায়ে এ হাদীসটি এবং এ ধরনের অনেক হাদীস ইতোপূর্বেও বর্ণিত হয়েছে।)
(হাদীসটি বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন। তিরমিযী এ হাদীসটি আবু বারযা সূত্রে বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। 'ইলম' অধ্যায়ে এ হাদীসটি এবং এ ধরনের অনেক হাদীস ইতোপূর্বেও বর্ণিত হয়েছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2686- وَعَن معَاذ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا تزَال قدما عبد يَوْم الْقِيَامَة حَتَّى يسْأَل عَن أَربع عَن عمره فيمَ أفناه وَعَن شبابه فيمَ أبلاه وَعَن مَاله من أَيْن اكْتَسبهُ وفيم أنفقهُ وَعَن علمه مَاذَا عمل فِيهِ
رَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره وَرَوَاهُ التِّرْمِذِيّ من حَدِيث أبي بَرزَة وَصَححهُ وَتقدم هُوَ وَغَيره فِي الْعلم
رَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره وَرَوَاهُ التِّرْمِذِيّ من حَدِيث أبي بَرزَة وَصَححهُ وَتقدم هُوَ وَغَيره فِي الْعلم