আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৮৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৮৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃঃ ও দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল ও আকর্ষণীয়। যে ব্যক্তি এখানে বৈধ পন্থায় সম্পদ উপার্জন করে এবং যথাযথ খাতে তা ব্যয় করে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন এবং জান্নাতে তাকে অধিষ্ঠিত করবেন। আর যে ব্যক্তি দুনিয়ায় অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করবে এবং না-হক খাতে তা ব্যয় করবে, আল্লাহ তাকে বিষাদময় আবাসে প্রবেশ করাবেন। অনেক মানুষ এমন রয়েছে, যারা আল্লাহ ও তাঁর রাসূলের সম্পদে ডুবে রয়েছে,* কিন্তু কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ বলেনঃ 'যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে, আমি তখন তাদের জন্য অগ্নি আরও বৃদ্ধি করে দিব।' (১৭ঃ৯৭)
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
*সমস্ত সম্পদের মালিকই প্রকৃতপক্ষে আল্লাহ্, কিন্তু রসূলের সম্পদ বলতে এখানে কী বুঝানো হয়েছে? এখানে জিহাদলব্ধ গনীমত ও ফায়-এ রসূলের প্রাপ্য যে অংশ, তাতে আত্মসাৎকৃত অর্থের দিকে ইঙ্গিত করা হয়েছে।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
*সমস্ত সম্পদের মালিকই প্রকৃতপক্ষে আল্লাহ্, কিন্তু রসূলের সম্পদ বলতে এখানে কী বুঝানো হয়েছে? এখানে জিহাদলব্ধ গনীমত ও ফায়-এ রসূলের প্রাপ্য যে অংশ, তাতে আত্মসাৎকৃত অর্থের দিকে ইঙ্গিত করা হয়েছে।
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2687- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الدُّنْيَا خضرَة حلوة من اكْتسب فِيهَا مَالا من حلّه وأنفقه فِي حَقه أثابه الله عَلَيْهِ وَأوردهُ جنته وَمن اكْتسب فِيهَا مَالا من غير حلّه وأنفقه فِي غير حَقه أحله الله دَار الهوان وَرب متخوض فِي
مَال الله وَرَسُوله لَهُ النَّار يَوْم الْقِيَامَة يَقُول الله كلما خبت زدناهم سعيرا الْإِسْرَاء 79
رَوَاهُ الْبَيْهَقِيّ
مَال الله وَرَسُوله لَهُ النَّار يَوْم الْقِيَامَة يَقُول الله كلما خبت زدناهم سعيرا الْإِسْرَاء 79
رَوَاهُ الْبَيْهَقِيّ