আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৮৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৮৫. হযরত ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃঃ'। অবৈধ পন্থায় অথবা বলেছেনঃঃ অন্যায়ভাবে সম্পদ সঞ্চয়কারীকে দেখে তুমি ঈর্ষান্বিত হয়ো না। কেননা সে যদি এ থেকে দান করে, তবে তা কবুল করা হবে না। আর যা অবশিষ্ট থাকবে, তা তার জাহান্নামের পাথেয় হবে।
(হাদীসটি হাকিম হানাশ সূত্রে বর্ণনা করেছেন, যার পূর্ণ নাম হল হুসায়ন ইবন কায়স। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।
[শ্রুতি লিখিয়ে বলেনঃ এটি কেমন করে হয় অথচ হানাশ হলেন প্রত্যাখ্যাত রাবী?
বায়হাকী এ হাদীসটি আপন সূত্রে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রক্তে রঞ্জিত প্রশস্ত বাহুর অধিকারী এবং অবৈধ পন্থায় মাল সঞ্চয়কারী ব্যক্তিকে দেখে তুমি প্রীত হয়ো না। কেননা সে যদি এ সম্পদ দান করে দেয়, তবুও তা কবুল করা হবে না। আর যা অবশিষ্ট থাকল, তা তার জাহান্নামের পাথেয় হবে।
(হাদীসটি বায়হাকী ইবন মাসউদ (রা) সূত্রেও অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2685- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تغبطن جَامع المَال من غير حلّه أَو قَالَ من غير حَقه فَإِنَّهُ إِن تصدق بِهِ لم يقبل مِنْهُ وَمَا بَقِي كَانَ زَاده إِلَى النَّار

رَوَاهُ الْحَاكِم من طَرِيق حَنش واسْمه حُسَيْن بن قيس وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ المملي كَيفَ وحنش مَتْرُوك
وَرَوَاهُ الْبَيْهَقِيّ من طَرِيقه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يعجبنك رحب الذراعين بِالدَّمِ وَلَا جَامع المَال من غير حلّه فَإِنَّهُ إِن تصدق لم يقبل مِنْهُ وَمَا بَقِي كَانَ زَاده إِلَى النَّار
وَرَوَاهُ الْبَيْهَقِيّ أَيْضا من حَدِيث ابْن مَسْعُود بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান