আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৭৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৭৫. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর মজলিসে বসা ছিলাম। হঠাৎ মদীনার উঁচু ভূমির একজন লোক আসল এবং বলল, ইয়া রাসূলাল্লাহ! এই দীনের সবচেয়ে কঠিন ও সর্বপেক্ষা সহজ বিষয়টি আমাকে বলে দিন।
তিনি বললেনঃ সবচেয়ে সহজ হল এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। আর হে উঁচু ভূমির অধিবাসী। সবচেয়ে কঠিন বিষয়টি হল আমানত। মনে রাখবে, যার আমানতদারী নেই, তার দীন নেই, তার সালাত নেই এবং তার যাকাতও নেই। হে উঁচু ভূমির অধিবাসী। মনে রেখো, যে ব্যক্তি কোন হারাম সম্পদ লাভ করে এরদ্বারা কোন জামা পরিধান করল, যে পর্যন্ত না সে এটি তার শরীর থেকে সরিয়ে ফেলবে, তার সালাত কবুল হবে না। হে উঁচু ভূমির অধিবাসী। মহান আল্লাহ্ অত্যন্ত সম্মানিত এবং অমুখাপেক্ষী যে, তিনি কারো গায়ে হারাম মালের জামা থাকলেও তার কোন আমল অথবা তার নামায কবুল করে নিতে পারেন না।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। তবে এতে মুনকার হওয়ার লক্ষণ রয়েছে।)
তিনি বললেনঃ সবচেয়ে সহজ হল এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। আর হে উঁচু ভূমির অধিবাসী। সবচেয়ে কঠিন বিষয়টি হল আমানত। মনে রাখবে, যার আমানতদারী নেই, তার দীন নেই, তার সালাত নেই এবং তার যাকাতও নেই। হে উঁচু ভূমির অধিবাসী। মনে রেখো, যে ব্যক্তি কোন হারাম সম্পদ লাভ করে এরদ্বারা কোন জামা পরিধান করল, যে পর্যন্ত না সে এটি তার শরীর থেকে সরিয়ে ফেলবে, তার সালাত কবুল হবে না। হে উঁচু ভূমির অধিবাসী। মহান আল্লাহ্ অত্যন্ত সম্মানিত এবং অমুখাপেক্ষী যে, তিনি কারো গায়ে হারাম মালের জামা থাকলেও তার কোন আমল অথবা তার নামায কবুল করে নিতে পারেন না।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। তবে এতে মুনকার হওয়ার লক্ষণ রয়েছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2675- وَرُوِيَ عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فطلع علينا رجل من أهل الْعَالِيَة فَقَالَ يَا رَسُول الله أَخْبرنِي بأشد شَيْء فِي هَذَا الدّين وألينه فَقَالَ ألينه شَهَادَة أَن لَا إِلَه إِلَّا الله وَأَن مُحَمَّدًا عَبده وَرَسُوله وأشده يَا أَخا الْعَالِيَة الْأَمَانَة إِنَّه لَا دين لمن لَا أَمَانَة لَهُ وَلَا صَلَاة لَهُ وَلَا زَكَاة لَهُ يَا أَخا الْعَالِيَة إِنَّه من أصَاب مَالا من حرَام فَلبس مِنْهُ جلبابا يَعْنِي قَمِيصًا لم تقبل صلَاته حَتَّى ينحى ذَلِك الجلباب عَنهُ إِن الله عز وَجل أكْرم وَأجل يَا أَخا الْعَالِيَة من أَن يقبل عمل رجل أَو صلَاته وَعَلِيهِ جِلْبَاب من حرَام
رَوَاهُ الْبَزَّار وَفِيه نَكَارَة
رَوَاهُ الْبَزَّار وَفِيه نَكَارَة